Headlines News :
Home » » লাভায় গড়া গ্রহ!

লাভায় গড়া গ্রহ!

Written By ভোরের বার্তা on বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০১৪ | ৯:৪৮ AM

এই মহাবিশ্বে আমাদের পৃথিবী-সদৃশ বিভিন্ন গ্রহের সন্ধান পেয়েছেন গবেষকেরা। এবার মার্কিন গবেষকেরা জানালেন যে, তাঁরা পৃথিবী সদৃশ লাভার তৈরি একটি গ্রহের সন্ধান পেয়েছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।

বিজ্ঞানীরা আমাদের এই মহাবিশ্বে প্রায় পৃথিবীর সমান ভর ও ঘনত্ববিশিষ্ট যে লাভা দিয়ে তৈরি গ্রহটির খোঁজ পেয়েছেন তা পৃথিবী থেকে ৪০০ আলোকবর্ষ দূরে অবস্থান করছে। এ গ্রহটি আমাদের সৌরজগতের মতো একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে।
গবেষকেরা এ লাভা গ্রহের নাম দিয়েছেন ‘কেপলার ৭৮বি’। তাঁরা বলছেন, ‘কেপলার ৭৮বি’ নামের এ লাভা গ্রহটির সঙ্গে পৃথিবীর গঠনেও মিল রয়েছে। এ গ্রহটি আমাদের পৃথিবীর মতো লোহা ও পাথুরে উপাদানে গঠিত।
‘নেচার’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে এই গ্রহ সম্পর্কিত গবেষণা নিবন্ধ। নাসার কেপলার টেলিস্কোপের সাহায্যে এই গ্রহটির খোঁজ পেয়েছেন গবেষকেরা। এটি মাতৃ-তারার খুব কাছে থাকায় এর পৃষ্ঠের তাপমাত্রা অনেক বেশি, প্রায় দুই হাজার ৫০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। এত তাপমাত্রার কারণে গ্রহটির বাইরের দিকটি একটি লাভার স্তরে আবৃত। গবেষকেরা তাই একে লাভা গ্রহ বলছেন।
Share this post :
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. অজানা বিশ্ব - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger