Headlines News :
Home » » আড়াই মাস ধরে সূর্য উদিত ফিনল্যান্ডের নুয়রগামে

আড়াই মাস ধরে সূর্য উদিত ফিনল্যান্ডের নুয়রগামে

Written By ভোরের বার্তা on শুক্রবার, ৩ জুলাই, ২০১৫ | ৩:৩৭ AM

অবিশ্বাস্য হলেও সত্য যে, ফিনল্যান্ডের উত্তরাঞ্চলে প্রায় আড়াই মাস সূর্য কখনোই সম্পূর্ণভাবে অস্ত যায় না! ফিনিশ মিটিওরোলজিকাল ইন্সটিটিউটের কর্তব্যরত আবহবিৎ মি. ইয়ারি তইবোনেন জানান, ফিনল্যান্ডের উত্তরাঞ্চলের শহর উতস্ইয়কি-এর সর্ব উত্তরের 'নুয়রগাম' গ্রামে সর্বশেষ সূর্যোদয় হয়েছে মে মাসের ১৫ তারিখে রাত্র ০১:৩২ মিনিটে এবং সূর্যাস্ত হবে আগামী ২৯ জুলাই রাত্র ১২টা ৪২ মিনিটে। তবে বছর প্রকৃত মধ্যরাতের সূর্য দেখা যায় ২০ জুন শনিবার।
এর ফলে সময়গুলোতে রাতের অন্ধকারের পরিবর্তনে গোধূলির ম্লান আলো বজায় থাকে সারারাত। অঞ্চলের উত্তরাংশেও বছরে দুই-আড়াই মাস সূর্য কখনোই সম্পূর্ণ অস্ত যায় না। প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে এই আশ্চর্য অলৌকিক মহাজাগতিক দৃশ্য দেখার জন্য আসেন। রাতের বেলা সূর্যের আলো দেখা সত্যিই এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। আবার শীতের ওই দুই-আড়াই মাস সূর্যই ওঠে না!
পৃথিবীর অক্ষরেখা তার সমতলের ২৩. ডিগ্রি ঝুঁকে যাওয়ার ফলে প্রতিটি গোলার্ধ গ্রীষ্মকালে সূর্যের দিকে হেলে থাকে, আবার শীতকালে সেখান থেকে সরে যায়। ফলে সুমেরু কুমেরু অঞ্চলে বছরের একটি বিশেষ সময় মধ্যরাতেও সূর্য দেখা যায়। কিন্তু যখন কুমেরু অঞ্চলে শীতকাল, তখন দিন রাতের মধ্যে কোনো পার্থক্য করা যায় না। কারণ সূর্য সেখানে ওঠেই না
অবিশ্বাস্য হলেও সত্য যে, ফিনল্যান্ডের উত্তরাঞ্চলে প্রায় আড়াই মাস সূর্য কখনোই সম্পূর্ণভাবে অস্ত যায় না! ফিনিশ মিটিওরোলজিকাল ইন্সটিটিউটের কর্তব্যরত আবহবিৎ মি. ইয়ারি তইবোনেন জানান, ফিনল্যান্ডের উত্তরাঞ্চলের শহর উতস্‌ইয়কি-এর সর্ব উত্তরের 'নুয়রগাম' গ্রামে সর্বশেষ সূর্যোদয় হয়েছে মে মাসের ১৫ তারিখে রাত্র ০১:৩২ মিনিটে এবং সূর্যাস্ত হবে আগামী ২৯ জুলাই রাত্র ১২টা ৪২ মিনিটে। তবে এ বছর প্রকৃত মধ্যরাতের সূর্য দেখা যায় ২০ জুন শনিবার। - See more at: http://www.bd-pratidin.com/mixter/2015/06/27/90006#sthash.lSPtEkpw.dpuf
Share this post :
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. অজানা বিশ্ব - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger