মার্কিন বিজ্ঞানীরা প্রথমবারের মতো সৌরজগতের বাইরের একটি গ্রহের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছেন। জিজেওয়ানটুওয়ানফোরবি নামের গ্রহটি ৪০ আলোকবর্ষ দূরের একটি ‘লোহিত বামন’ নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। আর পৃথিবীর চেয়ে ২ দশমিক ৭ গুণ বড় আকারের ওই গ্রহের তাপমাত্রা প্রায় ২৩২ ডিগ্রি সেলসিয়াস। শক্তিশালী দূরবীক্ষণযন্ত্রের (হাবল স্পেস টেলিস্কোপ) পর্যবেক্ষণের ভিত্তিতে জ্যোতির্বিজ্ঞানীরা দাবি করছেন, ভবিষ্যতে দীর্ঘ সময় ধরে সেখানকার পরিবেশ মেঘাচ্ছন্ন ও উষ্ণ থাকতে পারে। গ্রহটির চারপাশের মেঘরাশি কিসের তৈরি, তা এখনো অজানা। তবে সম্ভবত পটাশিয়াম ক্লোরাইড বা জিংক সালফাইডের ধুলা থেকেই সেই মেঘ তৈরি হয়েছে। গবেষকেরা এখন প্রায় নিশ্চিত যে ওই গ্রহের জলবায়ু উষ্ণ এবং স্থায়ীভাবে মেঘাচ্ছন্ন—অনেকটা আমাদের সৌরজগতের শুক্র গ্রহের অনুরূপ। যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ জ্যাকব বিনের নেতৃত্বে পরিচালিত এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন নেচার সাময়িকীতে প্রকাশিত হয়েছে। টেলিগ্রাফ।
সুত্র:----- পত্রিকা থেকে সংগৃহিত।
সুত্র:----- পত্রিকা থেকে সংগৃহিত।