Headlines News :
Home » » সাংস্কৃতিক বৈচিত্র্যে বসবাস

সাংস্কৃতিক বৈচিত্র্যে বসবাস

Written By ভোরের বার্তা on শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০১৪ | ১২:৫৮ AM

একঘেয়ে জীবন থেকে সরে যেতে ভ্রমণের দিকেই ঝুঁকে থাকেন বিশ্বের সবচেয়ে বেশি মানুষ। ছোট পরিসরে কেউ বনভোজন করেন, কেউ দেশের সীমানা পেরিয়ে বেড়াতে যান নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিতে। তবে এ তালিকায় সংযুক্ত হয়েছে দুর্গম স্থানে বসবাস। মানুষ আসলে চেনা প্রকৃতি থেকে বেরিয়ে মিশতে চায় নতুন আবহাওয়ায়। গবেষকদের বিশ্লেষণে এমনটাই বেরিয়ে এসেছে। জীবনকে উপভোগের জন্য যত প্রতিকূল পরিবেশে মানুষ ভ্রমণে গিয়েছে ততই আমোদ লাভ করেছে বলেই বেরিয়ে আসে এই গবেষণায়। এ জন্য প্রাকৃতিকভাবে সুন্দর এবং দুর্গম স্থানগুলোর দিকে আগ্রহ বেশি মানুষের। একঘেয়েমি কাটাতে সবচেয়ে বেশি পছন্দের জায়গা হিসেবে রয়েছে ভিন্ন সংস্কৃতির কোনো সমাজে বসবাস। বরফে আচ্ছাদিত হোক কিংবা ধূ-ধূ মরুপ্রান্তরে যেখানে সভ্যতার আধুনিক প্রযুক্তির রাজত্ব নেই সে জায়গাগুলোর প্রতিই মানুষের আকর্ষণ বেশি। মৃত্যুর আগে একেবারেই ভিন্ন পরিবেশে বসবাস করা এই সাধ পূরণ না হলে জীবনটা যেন অসম্পূর্ণই থেকে যাবে।
Share this post :
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. অজানা বিশ্ব - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger