মহাশূন্যে যাত্রা করল প্রথম মানব সদৃশ্য ও কথা বলতে সক্ষম রোবট কিরোবো।
রোববার ভোরে জাপানের তানেগাশিমা মহাশূন্য স্টেশন থেকে রোবট বহনকারী রকেটটি
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করে।
আগামী ৯ আগস্টের মধ্যে| এটি মহাকাশ স্টেশনে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। ১৭ ইঞ্চি উচ্চতার ছোট্ট এই রোবোটটির নাম কিরোবো। মহাশূন্যে মহাকাশবিজ্ঞানীর সহকারি হিসেবে কাজ করবেএটি।
কিরোবোর একজন বন্ধুও আছে, তার নাম মিরাতা, যে থাকবে পৃথিবীতে। কিরোবো মহাশূন্যের বিভিন্ন বিষয় নিয়ে মিরাতার সঙ্গে আলোচনা করে সমাধান জানাবে মহাকাশ বিজ্ঞানীদের।
---- সংগ্রহ।
আগামী ৯ আগস্টের মধ্যে| এটি মহাকাশ স্টেশনে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। ১৭ ইঞ্চি উচ্চতার ছোট্ট এই রোবোটটির নাম কিরোবো। মহাশূন্যে মহাকাশবিজ্ঞানীর সহকারি হিসেবে কাজ করবেএটি।
কিরোবোর একজন বন্ধুও আছে, তার নাম মিরাতা, যে থাকবে পৃথিবীতে। কিরোবো মহাশূন্যের বিভিন্ন বিষয় নিয়ে মিরাতার সঙ্গে আলোচনা করে সমাধান জানাবে মহাকাশ বিজ্ঞানীদের।
---- সংগ্রহ।