Headlines News :
Home » » পরিযায়ী পাখির উড্ডয়নসূত্র

পরিযায়ী পাখির উড্ডয়নসূত্র

Written By ভোরের বার্তা on মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০১৪ | ৮:৫৫ PM

পরিযায়ী পাখিরা সম্মিলিতভাবে উড়ে চলার পথে একই তালে ডানা ঝাপটায়। উত্তরাঞ্চলীয় গেরোনটিকাস এরেমিটা প্রজাতির সারসজাতীয় পাখির ওপর গবেষণার ভিত্তিতে বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছেন।
 মধ্য ইউরোপে শিকারিদের কবলে পড়ে সপ্তদশ শতকের মাঝামাঝি পর্যায়ে বিলুপ্ত।
 বিলুপ্তির উচ্চ ঝুঁকিসম্পন্ন পরিযায়ী পাখি।
 মরক্কোর বনাঞ্চলে এই প্রজাতির প্রায় ৪৫০টি পাখি রয়েছে।
গেরোনটিকাস এরেমিটা
গবেষণার বিষয়
 অস্ট্রিয়ার ভিয়েনার একটি চিড়িয়াখানায় লালিত ১৪টি পাখি।
 দূরপাল্লার যাত্রাপথ খুঁজে পেতে এদের একটি ক্ষুদ্র আলোকরেখা অনুসরণ করতে শেখানো হয়।
সুপরিচিত ‘ভি’ আকৃতির উড্ডয়নকে পরিযায়ী পাখিদের দীর্ঘ ভ্রমণকালে শক্তি সংরক্ষণের কারণ বিজ্ঞানীরা অনেক আগেই চিহ্নিত করেন, কিন্তু ডানার সুনির্দিষ্ট তাল বজায় রাখার ব্যাপারটি এত দিন পর্যন্ত অজানাই ছিল।
পাখিদের অবস্থান নির্ণয়ে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) প্রযুক্তি ও গতিবৃদ্ধি নির্ণায়ক বিশেষ যন্ত্র ব্যবহূত হয়।
গুরুত্বপূর্ণ আবিষ্কার
 নেতার পেছনে অথবা পাশে অবস্থানকারী পাখিরা উড্ডয়নের বাড়তি শক্তি অর্জনের লক্ষ্যে নির্দিষ্ট সময় অন্তর ডানা ঝাপটায়।
উড্ডয়নকালে ৪৩ মিনিটব্যাপী পাখির অবস্থান এবং ডানার প্রতিটি ঝাপটানির তথ্য-উপাত্ত সংরক্ষণ।
ইংল্যান্ডের হার্ডফোর্ডশায়ারের রয়েল ভেটেরিনারি কলেজের গবেষক স্টিফেন পর্টুগালের নেতৃত্বে পরিচালিত ওই গবেষণা প্রতিবেদন নেচার সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
চিড়িয়াখানায় লালিত পাখিদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে তাদের ওপর গবেষণাটি করা হয়।
 ঝাপটানির তালের ঠিক পেছনে অবস্থানকারী পাখিরা পতন ঠেকাতে ভিন্ন ধাপে একই তালে ডানা ঝাপটায়। তরঙ্গাকারে ওই তাল সামনে থেকে পেছনের দিকে সঞ্চারিত হয়।
 পাখিরা প্রায়ই অবস্থান পাল্টে ডানা ঝাপটানোর তালের সময় পরিবর্তন করে নিয়ে উড্ডয়নগতিবিষয়ক সুবিধা পায়।
 বাতাসে অন্য পাখিরা কোনো রকম আলোড়ন তৈরি করলেও পরিযায়ী পাখির দলটি টের পায় এবং সম্ভাব্য ওই আলোড়নের ধরন অনুমান করে নেয়।
সূত্র: নেচার/এএফপি
Share this post :
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. অজানা বিশ্ব - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger