Headlines News :
Home » » মহাকাশ থেকে লাইভ শো এবার টিভি পর্দায়

মহাকাশ থেকে লাইভ শো এবার টিভি পর্দায়

Written By ভোরের বার্তা on শনিবার, ১১ জানুয়ারী, ২০১৪ | ১১:১৮ PM

সরাসরি বা লাইভ শো আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে দেখে থাকি। তবে নতুন খবর হল আন্তর্জাতিক স্পেস সেন্টার থেকে এবার সরাসরি তথ্য মিলবে টিভির পর্দায়। পরিবারের সকলে মিলেই সেই শো দেখতে পাবেন ঘরে বসেই। বিনোদনের পাশাপাশি তথ্য জানার এ এক অপার সুযোগ।
ব্রিটেনের একটি টিভি সংস্থা জানিয়েছে, এই প্রথম টিলিভিশনের পর্দায় এমন শো পরিবেশন করা হবে। তাও আবার মহাকাশ থেকে, সরাসরি।
ইতিমধ্যেই ন্যাশানাল জিওগ্রাফি চ্যানেল সহ ১৭০টি চ্যানেলে এই লাইভ শো দেখানো হবে। শো-এর হোস্ট হবেন ব্রিটেনের দ্য এক্স ফ্যাক্টর খ্যাত ডারমট ওল্যারি। হাউসটনে নাসার কন্ট্রোল অফিসের মাধ্যমে স্পেস সেন্টারের মহাকাশ্চারীদের সঙ্গে লাইভ কথা বলবেন ল্যারি।
আন্তর্জাতিক স্পেস সেন্টারে কি কি কাজ হয়, মহাকাশ্চারীরা কেমনভাবে থাকেন, তাদের কাজ কী, সেখান থেকে পৃথিবীর নানা মুহুর্ত ও মহাকাশের নানা তথ্য এই লাইভ শো'তে পরিবেশন করা হবে বলে জানা গেছে। আর এই শো-এর মূল আকর্ষণ হিসেবে থাকবেন প্রফেসর স্টিফেন হকিং ও ব্রিটিশ মহাকাশ্চারী টিম পিক।
উল্লখ্যে, একশো বিলিয়ন ডলারের এই অভিনব প্রোজেক্টের সঙ্গে জড়িয়ে আছে আইএসএস ও আরও ১২টি দেশ।
-----  সংগ্রহ।
Share this post :
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. অজানা বিশ্ব - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger